যতদুরজানা যায় সম্ভ্রান্ত গাজী পরিবারের নামানুসারে গাজীপুরের নামকরণ করাহয়েছে। গাজীপুর জেলার সদর উপজেলা পরিষদের কার্যালয়টি গাজীপুর সিটি করপোরেশন অর্ন্তগত ভূরুলিয়া মৌজায় অবস্থিত।উপজেলারআয়তন ৩৪,৮৭৪ একর, জনসংখ্যা ১৯৪২৯৭ জন(২০১২ এর আদমশুমারীঅনুযায়ী)। এ উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা,দক্ষিণে গাজীপুর সিটি করপোরেশন, পূর্বে কালীগজ্ঞ ও শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলা অবস্থিত। উপজেলায় ৪টি ইউনিয়ন রয়েছে। ভাওয়াল জাতীয়উদ্যানএবং হুমায়ুন আহমেদের ণূহাশ পল্লী গাজীপুর সদরে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS