গাজীপুর সদর উপজেলা পরিষদ এর জুন/১৩ মাসে অনুষ্ঠিত মাসিক সভার কার্যবিবরণীঃ
সভাপতিঃ জনাব এস এম শাহান শাহ আলম
চেয়ারম্যান,উপজেলা পরিষদ
গাজীপুর সদর, গাজীপুর।
সভার স্থা্নঃ উপজেলা পরিষদ সভাকক্ষ
গাজীপুর সদর, গাজীপুর ।
সভার তারিখঃ ৩০/০৬/২০১৩ ,সময় ঃ বেলা ১২.০০ ঘটিকা
( সভায় উপস্থিতি ঃ পরিশিষ্ট ‘ক’তে সংযোজিত)
অদ্য উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভা জনাব এসএম শাহানশাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার সভাপতি জনাব এসএম শাহানশাহ আলম সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া রহমানকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করেন । উপজেলা নির্বাহী অফিসার সভার কার্যক্রম শুরু করেন। প্রথমেই তিনি ২৫-০৪-২০১৩খ্রিঃ তরিখে অনুষ্ঠিত সভার সিদ্ধা্ন্তসমূহ অনুমোদন করা হয় । অত:পর সভায় নিম্নরূপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়ঃ-
ক্র:নং | বিভাগ | আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন |
১ | উপজেলা প্রকৌশলী বিভাগ
| উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১২-২০১৩: অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তিতে সর্বমোট ( ২৪.৬৩ ৪ )= ৯৮.৫২ লক্ষ টাকার সর্বমোট ৩০টি প্রকল্প গ্রহণ করা হয়েছিল । যাহা নির্ধারিত সময়ের মধ্যে সমূদয় প্রকল্প সমাপ্ত হয়েছে এবং প্রকল্পের বিপরীতে বিল পরিশোধ করা হয়েছে এবং দরপত্রের ৫% নিম্ন দরে সাশ্রয়কৃত = ৩,৮৬,৮০০.০০ টাকা RFQ এর মাধ্যমে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ রাস্তায় CC করণ কাজ করা হয়। বাড়ীয়া ইউনিয়নের ইতোপূর্বে অনুমোদনকৃত প্রকল্পের মধ্য থেকে ৫টি প্রকল্পের নাম আংশিক সংশোধন করা হয়েছে যা নিম্নরূপঃ ১) বাড়ীয়া ইউনিয়নের কুমুন পাকা হতে মিজান ব্যাপারীর বাড়ীর রাস্তা, মজিবুরের বাড়ীর রাস্তা ও ইসমাইল বাড়ীর রাস্তা ইটের সলিং। ২) বাড়ীয়া ইউনিয়নের কুমুন পাকা রাস্তা হতে আলিম উদ্দিন খানের বাড়ীর রাস্তা, ইদ্রিছের বাড়ীর রাস্তা, হাবিবুরের বাড়ীর রাস্তা এবং আলাউদ্দিন খানের বাড়ীর রাস্তা সলিংকরণ । ৩) বাড়ীয়া ইউনিয়নের কুমুন পাকা রাস্তা মেহের আফরোজ চুমকি বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তা সলিং এবং নতুন ভবনের মেঝে ও মাঠে মাটি ভরাট । ৪) বাড়ীয়া ইউনিয়নের কামারিয়া পাকা রাস্তা হতে লুৎফর রহমানের বাড়ী ভায়া মনির ব্যাপারীর বাড়ী পর্যন্ত সলিং এবং পাকা রাস্তা হতে সেকান্দারের বাড়ী পর্যন্ত সলিং করণ । ৫) বাড়ীয়া ইউনিয়নের কুমুন কার্পেটিং হতে আজগর ব্যাপারীর বাড়ীর রাস্তা এবং সোবাহানের বাড়ীর রাস্তা সলিং করণ । উল্লেখ্য যে , উপজেলা পরিষদের অনুকুলে বিশেষ অনুদান হিসেবে সর্বমোট ৭৬.৯৬ লক্ষ টাকার অনুদান পাওয়া গিয়েছে । স্থানীয় সরকার বিভাগের নীতিমালা্ অনুযায়ী সমুদয় অর্থ জেলা হিসাব রক্ষণ অফিস থেকে উত্তোলন পূর্বক উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হিসাবে জমা করা হয়েছে। | বিষয়গুলি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে উক্ত প্রকল্পসমূহের ভূতাপেক্ষ অনুমোদন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । | উপজেলা প্রকৌশলী |
৩ | উপজেলা প্রাণি সম্পদ বিভাগ
| উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে। বর্তমানে ২৬২৫টি খামারে বার্ড ফ্লু নিরোধক ভেক্সিন দেয়া হয়েছে। খামারে এভিয়ান ইনফ্লুয়ে্ঞ্জায় মুরগীর ক্ষতি হচ্ছে কিন্তু সদর উপজেলায় এখনও কোন ফিভার দেখা যায়নি। | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে মুরগীর খামারগুলোকে মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গুরুত্ব^পূর্ন স্থানসমূহে স্প্রে কার্যক্রম চলমান রাখতে হবে। | উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা
|
৪ | উপজেলা কৃষি বিভাগ
| উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বিভাগের জুন/১৩ মাসে তাঁর বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন । এন এ টি পি এর আওতায় বাস্তবায়িত (খরিপ-২ মৌসুমে) আমন বীজ উৎপাদন প্রদর্শনী-১২টি, রপ্তানীযোগ্য লেবু,সবজী উৎপাদন কমৃসূচী এর বাস্তাবায়িত প্রদর্শনীর সংখ্যা(১০+৩০)=৪০টি । চাষী পর্যায়ে উন্নতমানের ধানবীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় আমন বীজ উৎপাদন প্রদর্শণী -১২টি । বর্তমানে সারের মজুদ পরিস্থিতি সন্তোষ জনক এবং রোপা আপন মৌসুমে কৃষকদের সার পেতে কোন সমস্যা নেই । এডিপি/২০১২-১৩ এর অর্থায়নে ১৪টি ফুটপাম্প ক্রয় করা হয়েছে । ৪টি ইউনিয়নের প্রতিটিতে ২টি করে মোট ৮টি ফুট পাম্প ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৬টি ফুটপাম্প তাঁর অফিসে তাঁর অফিসে সংরক্ষিত আছে যা কৃষকের চাহিদার ভিত্তিতে সরবরাহ করা হবে | সার ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। | উপজেলা কৃষি অফিসার, সদর। |
৫ | উপজেলা শিক্ষা বিভাগ
| উপজেলা শিক্ষা কর্মকর্তা ,গাজীপুর সদর জানান যে,তারঁ দপ্তরের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।
| দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| উপজেলা শিক্ষা অফিসার |
৬ | থানা শিক্ষা অফিস টংগী | থানা শিক্ষা অফিসার টংগী, জানান যে, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| থানা শিক্ষা অফিসার, টংগী |
৭ | উপজেলা মৎস্য বিভাগ
| সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তার দপ্তরের জুন/১৩ মাসের কার্যক্রম তুলে ধরেন। আগামী০২/০৭/১৩ইং তারিখ হতে ৮/৭/১৩ইং তারিখ পর্যন্ত গাজীপুর জেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ/১৩ বাস্তবায়ন করা হবে। | উপজেলা মৎস্য কর্মকর্তা, গাজীপুর সদর উপস্থিত সকলকে মৎস্য সপ্তাহ-২০১৩ উপযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন । | সিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা, গাজীপুর সদর |
৮ | উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ
| উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান যে, মাধ্যমিক পর্যায়ে ২০১৩ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রীদের ১ম কিস্তি উপবৃত্তি বিতরণ কার্যক্রম চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে । তিনি আরো জানান যে, আগামী ২০১৪ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক খুব শীঘ্রই উপজেলা পর্যায়ে পৌঁছানো শুরু হবে । উক্ত পাঠ্যপুস্তক গুদামজাতকরণ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতা কামনা করেন । তাছাড়াও তিনি সভাকে জানান যে তার দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
৯ | উপজেলা পরিবার পরিকল্পনা অফিস | উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জানান যে, তাঁর বিভাগের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার |
১০ | উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ
| উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য জানান যে, তাঁর দপ্তরের কাজ স্বাভাবিক ভাবেই চলছে । তিনি আরো জানান, সরকার হতে বরাদ্দকৃত উপজেলায় বিতরনের জন্য গাজীপুর সদরে ১১০টি এবং টংগীতে ১০টি সাবমারসিবল নলকূপ স্থাপন করা হয়েছে। অন্যান্য প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী
|
১১ | উপজেলা সমাজসেবা বিভাগ
| উপজেলা সমাজসেবা অফিসার সভাকে জানান যে, তাঁর বিভাগে বর্তমানে গাজীপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে প্রতিবন্ধী জরিপের কাজ চলছে । উক্ত কার্যক্রমে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতার কামনা করেন এবং এ ছাড়া তার বিভাগের অন্যান্য কার্যক্রম যথারীতি স্বাভাবিকভাবে চলছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| উপজেলা সমাজসেবা অফিসার,সদর, গাজীপুর । |
১২ | উপজেলা সমবায় বিভাগ
| উপজেলা সমবায় অফিসার সভাকে জানান যে,তার বিভাগের কার্যক্রম যথারীতি স্বাভাবিক চলছে । ২০১২-১৩ অর্থ বছরে ২৭২ জন ঋন গ্রহীতার মধ্যে ১৯,২০,০০০/-(উনিশ লক্ষ বিশ হাজার) টাকা ঋন বিতরন করা হয়েছে এবং বিতরনকৃত ঋনের বিপরীতে বিধি মোতাবেক আদায় কার্যক্রম যথারীতি চলছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে ।
| উপজেলা সমবায় অফিসার |
১৩ | উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস | উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জানান যে, ২০১২-১৩ অর্থ বৎসরে গ্রামীণ অবকাঠামো নির্মানের জন্য কাবিখার আওতায় বরাদ্দকৃত খাদ্যশষ্যের পরিমান-৩৮৫.৮৮৫৬ মে: টন চাল বরাদ্দ পাওয়া গিয়েছে উক্ত প্রকল্পের আওতায় প্রকল্প গ্রহন করা হয়েছে-২৩টি উত্তোলিত খাদ্যাশষ্যের পরিমান-৩.৮০৩৮৫৮ এবং কাজের অগ্রগতি- ৯৮.৫৭% ।
এছাড়া ২০১২-১৩ অর্থবছরে টি আর বরাদ্দের পরিমান -১৮৩৭.১৬৭৫ মেঃ টন । উক্ত বরাদ্দের মধ্যে গৃহীত প্রকল্পের সংখ্যা-১০টি,উত্তেলিত খাদ্যাশষ্যের পরিমান-১৮০৭.১৬৭৫ মেঃ টন এবং কাজের অগ্রগতি- ৯৮.৩৭% । | বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা করতে হবে।
| উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার |
১৪ | উপজেলা মহিলা বিষয়ক অফিস | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,গাজীপুর সদর সভায় জানান যে,মাতৃত্বভাতা জানু/১৩ হতে জুন/১৩ পযন্ত বরাদ্দ পাওয়া গেছে । উক্ত ভাতা বিতরন প্রক্রিয়াধীন এবং এ কার্যালয়ের ভিজিডি বিতরন সুষ্ঠুভাবে চলছে । | মাতৃত্বকালীন ভাতা / ভিজিডি বিতরন কার্যক্রম সঠিকভাবে বিতরনের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় । | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
১৫ | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, গাজীপুর সদর | উপজেলা পল্লী উন্নয়ন অফিসার,সদর সভাকে জানান যে,তাঁর বিভাগের কার্যক্রম যথারীতি স্বাভাবিক চলছে । তবে তাঁর বিভাগের বিতরনকৃত খেলাপী ঋনের জন্য চুড়ান্ত নোটিশ স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এবং চুড়ান্ত নোটিশ স্বাক্ষরের পর নোটিশগুলি যথাযথভাবে বিতরনের ব্যবস্থা করতে হবে। | উপজেলা পল্লী উন্নয়ন অফিসার |
১৬ | থানা পল্লী উন্নয়ন কর্মকর্তা, টঙ্গী | থানা পল্লী উন্নয়ন অফিসার,টঙ্গী সভাকে জানান যে,তার বিভাগের কার্যক্রম যথারীতি স্বাভাবিক চলছে । কার্যক্রম সন্তোষজনক বলে জানান | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| থানা পল্লী উন্নয়ন অফিসার,টঙ্গী |
১৭ | উপজেলা যুব উন্নয়ন অফিস
| উপজেলা যুব উন্নয়ন অফিসার সভাকে জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি স্বাভাবিক চলছে । | দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
| উপজেলা যুব উন্নয়ন অফিসার, সদর |
১৮ | বিবিধ |
উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের কর্মচারী জনাব মোঃ জাকির হোসেন ,এলএলএসএস, এর বেতন দৈনিক ভিত্তিতে ১৮০/-টাকা হারে বেতন ভাতা এবং জনাব মোঃ মঞ্জুরুল আলম,মালীকে দৈনিক ভিত্তিতে ১৫০/- টাকা বেতন প্রদান করা হতো । বর্তমান বাজারের উর্দ্ধগতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে তাদের বেতন বৃদ্ধি করার বিষয়ে সভায় আলোচনা করা হয় । আলোচনান্তে এম এল এষ এস জনাব মোঃ জাকির হোসেন এর বেতন বৃদ্ধি করে ২৫০/-টাকা এবং মালী জনাব মোঃ মঞ্জুর আলম এর বেতন বৃদ্ধি করে ২০০/-টাকা নির্ধারন করার হয় । | উপজেলা পরিষদের মালী ও এম এলএস এস এর বেতন যথাক্রমে ২৫০/-এবং ২০০/-টাকা উপজেলা পরিষদ রাজস্ব তহবিল খাত হবে ব্যয় করার সিদ্ধান্ত গৃহীত হয় । | উপজেলা নির্বাহী অফিসার
|
অতঃপর আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(এস এম শাহানশাহ আলম)
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
ও
সভাপতি
উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি
গাজীপুর সদর, গাজীপুর।
স্মারক নং- উঃ নিঃ অঃ/সদর/গাজী/০৯- (৪০) তারিখঃ /০৬ /২০১৩খ্রিঃ
সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলোঃ
১। মাননীয় সংসদ সদস্য,গাজীপুর-১/গাজীপুর-২/গাজীপুর-৩/গাজীপুর-৫।
২। সচিব, স্থা্নীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
৩। জেলা প্রশাসক, গাজীপুর।
৪। চেয়ারম্যান,উপজেলা পরিষদ,গাজীপুর সদর,গাজীপুর।
৫। উপজেলা ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,গাজীপুর সদর,গাজীপুর।
৬। উপজেলা ....................................... অফিসার, গাজীপুর সদর, গাজীপুর ।
৭। চেয়ারম্যান,....................... ইউ,পি( সকল), গাজীপুর সদর, গাজীপুর।
৮। অফিস কপি ।
উপজেলা নির্বাহী অফিসার
গাজীপুর সদর, গাজীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS