Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

ছায়াঘন সবুজ শ্যামল পরিবেশে ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। ঐ সময় এলাকাটি ছিল খুবই অনুন্নত, শিক্ষিতের হার ছিল খুবই কম। যারা লেখাপড়া করতে আগ্রহী ছিল তারাও রাস্তা ঘাটের অভাবে দুরের স্কুলে যেতে পারত না। তাই এলাকার কিছু সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ জনাব ফাইজুল হক খানের নেতৃত্বে একত্র হন এবং ছোট দেওড়া গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেন। এ গ্রামের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মরহুম খোদা বক্স, মরহুম আব্দুল মালেক বক্স, মরহুম মির বক্স, মরহুম আলা বক্স এবং মরহুম আব্দুল করিম ডাক্তার বিদ্যালয়ের জন্য জমি দিতে রাজি হন এবং ৯৯ শতাংশ জমি দান করেন। ফলে প্রতিষ্ঠিত হয় একটি উচ্চ বিদ্যালয়। গ্রামের নামের সাথে মিল রেখে বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘‘ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়’’। পরবর্তীতে আলহাজ্ব মোঃ ছফির উদ্দিন আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করেন। বর্তমানে বিদ্যালয়টি একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।