ছায়াঘন সবুজ শ্যামল পরিবেশে ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। ঐ সময় এলাকাটি ছিল খুবই অনুন্নত, শিক্ষিতের হার ছিল খুবই কম। যারা লেখাপড়া করতে আগ্রহী ছিল তারাও রাস্তা ঘাটের অভাবে দুরের স্কুলে যেতে পারত না। তাই এলাকার কিছু সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ জনাব ফাইজুল হক খানের নেতৃত্বে একত্র হন এবং ছোট দেওড়া গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেন। এ গ্রামের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মরহুম খোদা বক্স, মরহুম আব্দুল মালেক বক্স, মরহুম মির বক্স, মরহুম আলা বক্স এবং মরহুম আব্দুল করিম ডাক্তার বিদ্যালয়ের জন্য জমি দিতে রাজি হন এবং ৯৯ শতাংশ জমি দান করেন। ফলে প্রতিষ্ঠিত হয় একটি উচ্চ বিদ্যালয়। গ্রামের নামের সাথে মিল রেখে বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘‘ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়’’। পরবর্তীতে আলহাজ্ব মোঃ ছফির উদ্দিন আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করেন। বর্তমানে বিদ্যালয়টি একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাম মোঃ আনিছুর রহমান আরিফ | সভাপতি |
২ | জনাব মোঃ আবু বকর ছিদ্দিক | প্রধান শিক্ষক/সম্পাদক |
৩ | জনাব মোঃ বাবুল হোসেন | অভিভাবক সদস্য |
৪ | জনাব মোঃ আব্দুল মান্নান | অভিভাবক সদস্য |
৫ | জনাব মোঃ লুৎফর রহমান | অভিভাবক সদস্য |
৬ | জনাব মোঃ হাসমত আলী | অভিভাবক সদস্য |
৭ | জনাবা মাজেদা | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
৮ | আলহাজ্ব মোঃ ছফির উদ্দিন | দাতা সদস্য |
৯ | জনাব মোঃ গোলাম আজম খান | শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাব মোঃ আলা উদ্দিন মিয়া | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাবা শাহজাদী আফরোজা | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
পরীক্ষার নাম | সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
জে.এস.সি | ২০১০ | ৩৬ | ৬৯.৪৪% |
জে.এস.সি | ২০১১ | ৭৩ | ৮৬.৩০% |
জে.এস.সি | ২০১২ | ৬৮ | ৭৩.৫৩% |
এস.এস.সি | ২০০৯ | ৭২ | ৫২.৭৮% |
এস.এস.সি | ২০১০ | ৬২ | ৭২.৫৮% |
এস.এস.সি | ২০১১ | ৮৯ | ৭৩% |
এস.এস.সি | ২০১২ | ১৩২ | ৬৩.৬৪% |
এস.এস.সি | ২০১৩ | ১০৭ | ৬৮% |
একটি আধুনিক বিদ্যালয়ে রুপান্তর করা।
ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়
গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।
মোবাইল নং- ০১৭১২-১২২৯৯৮
ই-মেইল: abubaker0101@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস