ক্রীড়া পরিদপ্তর প্রণীত বাৎসরিক ক্রীড়া সূচী অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, গাজীপুর জেলায় ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে থাকে । ২০০৮-০৯ অর্থ বৎসরে ক্রীড়ার ৪টি বিষয়ে (হকি, ক্রিকেট, ফুটবল ও হ্যান্ডবল) মাসব্যাপী প্রশিক্ষণ এবং ৪টি বিষয়ে
( দাবা, ভলিবল, এাথলেটিকস ও কাবাডি) প্রতিযোগিতার কর্মসূচী বাস্তবায়িত হয়েছে । ক্রীড়ার উক্ত ৪টি বিষয়ে প্রশিক্ষণে জেলার ১২০ জন এবং প্রতিযোগিতায় ২০৮ জনসহ মোট ৩২৮ জন ছেলেমেয়ে অংশ গ্রহণ করেছে।
বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও স্থান:
গাজীপুর সদর, কালিগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়া ও কালিয়াকৈর উপজেলায় দেশের প্রচলিত গ্রামীন খেলা বৌছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন ও ভলিবল ইত্যাদি খেলারও প্রচলন রয়েছে । হকি খেলা শুধুমাত্র জেলা সদরে সীমাবদ্ধ । বাস্কেট বল খেলা কালিগঞ্জ উপজেলার নাগরী স্কুলে এবং জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়সমূহে অনুষ্ঠিত হয় । টেবিল টেনিস ও টেনিস খেলা জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় সমূহ এবং রাজেন্দ্রপুর ব্রাকে অনুষ্ঠিত হয়।
খেলার মাঠ ও স্টেডিয়াম:
জেলা সদরে শহীদ বরকত স্টেডিয়াম অবস্থিত । উপজেলা পর্যায়ে কোন স্টেডিয়াম নাই। তবে উপজেলাসমূহের স্কুলের খেলার মাঠ রয়েছে এবং জেলার রাজবাড়ী মাঠটিতেও বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় সমূহে বড় খেলার মাঠ ও খেলার সকল সুবিধাবলী রয়েছে ।
গাজীপুরের উল্লেখযোগ্য কিছু মেলা:
ক) রথমেলা
খ) বৈশাখী মেলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস