Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

ঢাকা শহরের নিকটবর্তী হওয়ায় এ জেলায় অধিক হারে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এ জেলাকে বর্তমানে পোশাক শিল্পের রাজধানী বলা হয়। গাজীপুর জেলায় রয়েছে দেশের একমাত্র ভাওয়াল জাতীয় উদ্যান। 

ভাওয়াল জাতীয় উদ্যান

গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। দেশের অন্যতম বৃহৎ উদ্যান। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার পৃথিবীর অন্যান্য উন্নত দেশের আদলে অভয়ারণ্যের ছাঁচে, আরন্যিক পরিবেশ রক্ষণ এবং মানুষ ও পরিবেশের নিবিড় সম্পর্কের কথা বিবেচনা করেই ভাওয়াল শাল অরণ্যে এই উদ্যান গড়ে তোলে। এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে। এখানে ১৩টি কটেজ ও ৬টি রেষ্ট হাউজ রয়েছে। রাত্রিযাপনের জন্য অনুমতি প্রদান হয় না। জিরো পয়েন্ট হতে শ্রীপুরগামী বাসে যাতায়াত করা যায়।

এছাড়া রয়েছে অনেক পিকনিক স্পট। 

পিকনিক স্পট

১। ভাওয়াল জাতীয় উদ্যান

গাজীপুর সদর

২। নুহাস চলচ্চিত্র ও পর্যটন কেন্দ্র

মির্জাপুর

৩। হোতাপাড়া স্যুটিং স্পট

গাজীপুর সদর

৪। অনস্তধারা পর্যটন বিনোদন কেন্দ্র

রাজেন্দ্রপুর, গাজীপুর সদর