গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের আওতাধীন ২৪ নং চাপুলিয়া মৌজায় ঢাকা ময়মনসিংহ রেল লাইনের পূর্ব পার্শ্বে চাপুলিয়া মডেল সরকারী প্রপথমিক বিদ্যালয়ের একই চৌহদ্দির মধ্যে স্থানীয় সমাজ সেবক মরহুম মফিজ উদ্দিন খান সাহেবের স্মৃতি রক্ষার্থে তাঁর উত্তরাধীকারীগণ এলাকার সকলের পরামর্শে এবং গাজীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আ,ক,ম মোজাম্মেল হক সাহেবের নেতৃত্বে ১৯৮৯ ইং সালের ১৫ ডিসেম্বর ‘‘মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ’’ নামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । তৎকালীন সময়ে পার্শ্ববতী বি.এম.টি.এফ উচ্চ বিদ্যালযে কারখানার শ্রমিক ,কর্মচারী ও কর্মকর্তাদের সন্তান সন্ততি ছাড়া বহিরাগতদের উক্ত বিদ্যালয়ে ভর্তির সুযোগ না থাকায় চাপুলিয়া গ্রামের দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাচেতনার মূর্ত প্রতিক এ বিদ্যালয়। এলাকার অনগ্রসর জনগোষ্ঠির মাঝে শিক্ষার আলো পৌছে দেয়াই তাদেরকে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার অনুপ্রেরনা যোগায়। এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ দ্বারা গঠিত কার্যনিবাহী কমিটি কর্তৃক মরহুম মফিজ উদ্দিন খান সাহেবের উত্তরাধীকারগণের দানকৃত ৫২.৫০ শতক জমিতে প্রথম ৮০ ফুট দীর্ঘ টিনসেড সেমিপাকা একটি ঘর নির্মান করে ১৯৯০ ইং সালের জানুয়ারী মাস থেকে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়টিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , ঢাকা এর নিয়ন্ত্রনাধীন করার জন্য যথা নিয়মে আবেদন করায় বোর্ড কতৃপক্ষের স্মারক নং ১৩১ তারিখ ২৯/০১/১৯৯৫ ইং এর ৮ম শ্রেণির একাডেমিক স্বীকৃতি প্রদান করে । পরবর্তীতে ৯ম ও ১০ম শ্রেণি খোলার ও পাঠদানের অনুমতি প্রার্থনা করে আবেদন করায় বোর্ড কতৃপক্ষে যথারীতি স্মারক নং৬/নতুন/গাজীপুর/৭৭৩ তারিখ ০৩/০৮/১৯৯৫ইং এর মাধ্যমে ৯ম শ্রেণি খোলার একাডেমিক স্বীকৃতি প্রদান করে। যার ফরে বিদ্যালয়টি প্রাতিষ্ঠানিক ভাবে প্রয়োজনীয় জনবল নিযোগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নসহ লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা , বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতি অনুষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে উলেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।
নিয়মিত ম্যানেজিং কমিটি
| ||||||||||||||||||||||||||||||||||||
|
ব্র্যাকের সহযোগিতায় গণ কেন্দ্র পাঠাগার স্থাপন ,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অবকাঠামো উন্নয়ন ও আধুনিক ল্যাব স্থাপন , স্টেক হোল্ডার ও বিভিন্ন সংস্থান সহযোগীতায় ৯০ফুট *২৭ফুট ত্রিতলা ভিত্তি বিশিষ্ট একতলা ভবন নির্মান
S S C, J S C পরীক্ষা কেন্দ্র স্থাপন, বিদ্যালয়টি কলেজে উন্নীতকরন
মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় , কোড নং- ৯৬৬৩, EIIN-108991
মোবাইল নং- ০১৭১২৫৫৮১৫৯ ৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস