বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আঃ হান্নান সরকার । জনাব আলহাজ্ব আব্দুর রশিদ মাস্টার, জনাব আফাজ উদ্দিন কাইয়া, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব হাসান উদ্দিন সরকার সাহেবের পরামর্শ ও আর্থিক সহযোগিতায় এবং এলাকার গন্য মান্য ও সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক মন্ডলীর আর্থিক সহযোগিতা ও অক্লান্তিক প্রচেস্টায় গাজীপুর জেলার সদর উপজেলাধীন ভাওয়াল গড় ইউনিয়নের উত্তর প্রান্তে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পার্শ্বে এলাকার মেয়েদের শিক্ষা প্রসারের লক্ষ্যে শিরির চালা গ্রামে ১৯৮৬ ইং সালে বাঘের বাজার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপিত হয় এবং পরবর্তীতে ১৯৯৪ সালে সাবেক মন্ত্রী জনাব আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান সাহেবের সহযোগিতায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভূক্ত হয়। পরবর্তীতে জনাব মোঃ হারুন অর রশীদ, জনাব মোঃবাদল হুসেন বাবুল সরকার, জনাব মোঃআমিনুল ইসলাম ও জনাব আলহাজ্ব আলাউদ্দিন কাঁইয়া জমি ও নগদ টাকা দানের মাধ্যমে আজীবন দাতা নির্বাচিত হয়। ১৯৯৮ সালে সাবেক এম.পি. মরহুম আলহাজ্ব আহসান উলাহ মাস্টার সাহেবের সহযোগিতায় বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভূক্ত হয় এবং ফ্যাসিলিটিস বিল্ডিং নির্মিত হয় এবং তাঁহার পরামর্শ ও সহযোগিতায় ২০০১ সাল হইতে সহ শিক্ষা কার্যক্রম চালু হয় অর্থাৎ বিদ্যালয়টি বাঘের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে বাঘের বাজার উচ্চ বিদ্যালয় নামে অন্তর্ভূক্ত হয়। পরবর্তীতে জনাব মোঃ কফিল উদ্দিন,জনাব আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন, জনাব আলহাজ্ব ইউসুফ মোঃ সেলিম রেজা ও জনাব মোঃ আতিকুল ইসলাম নগদ টাকা দানের মাধ্যমে আজীবন দাতা নির্বাচিত হয়৩।
নিয়মিত ম্যানেজিং কমিটি। কমিটির মেয়াদ শেষ হওয়ার তারিখ ২৭/০৬/২০১৪ইং।
পরীক্ষার নাম | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাসের হার |
জেএসসি | ২০০৮ | --- | --- |
জেএসসি | ২০০৯ | --- | --- |
জেএসসি | ২০১০ | ১০৯জন | ৮১.৬৫% |
জেএসসি | ২০১১ | ১৮১জন | ৮৮৪০% |
জেএসসি | ২০১২ | ১৬৩জন | ৯২.০২% |
এসএসসি | ২০০৯ | ৬২জন | ৪৮.৩৯% |
এসএসসি | ২০১০ | ৮৩ জন | ৭৮.৩১% |
এসএসসি | ২০১১ | ৮৮জন | ৭৮.৪১% |
এসএসসি | ২০১২ | ১০৪ জন | ৯৮.০৮% |
এসএসসি | ২০১৩ | ৭৮ জন | ৮৯.৭৪% |
২০১২ সালে বিতর্ক প্রতিযোগিতায় ইউনিয়নে দ্বিতীয় স্থান।
আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে এ+ ও গোল্ডেন এ+ পাওয়ার প্রচেস্টা এবং বিদ্যালয়টিকে একটি সুন্দর ও মডেল বিদ্যালয় হিসাবে রুপান্তরীত করা।
বাঘের বাজার উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপর।
মোবাইল নং- ০১৭১২-২৮৯৮৩৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস