বিদ্যালয়টি গাজীপুর জেলার জনবহুল খাইলকুর গ্রামে ১৯৯৭ ইং সালে নিজস্বভূমির উপর প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে। এটিতে এখন ২৮৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।৯ম ও ১০ম শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পাঠদান করা হচ্ছে।বিদ্যালয়টি ১টি দ্বিতল ভবন এবং এটিতে ১৩ টি কক্ষরয়েছে। ১টি প্রধান শি- ক্ষকের কক্ষ, ১টি সহকারী শিক্ষকগণের কক্ষ, ১টি কম্পিউটারল্যাব ও বিজ্ঞানা- গার, ১টি লাইব্রেরী এবং বাকী কক্ষগুলি শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিটি প্রক্রিয়াধীন
পরীক্ষার নামঃ | সনঃ | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
জে.এস.সি. | ২০১১ | ৬০ | ৯০% |
জে.এস.সি. | ২০১২ | ১০৯ | ৭৫% |
জয়নব নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
খাইলকুর, গাজীপুর সদর, গাজীপুর।
মোবাইল নাম্বারঃ ০১৯৩৫০০৪৬০৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস