বর্ণনা:- ইউরিকো এঞ্জেল স্কুলটি জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের আর্থিক ও অন্যান্য সহযোগিতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন বিগত ১৯৮৬ সাল হতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারপারসনের নামে গত ২০০৪ সাল হতে গাজীপুর জেলায় সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় হরিণাচালা গ্রামে সংস্থার নিজস্ব জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
বিদ্যালয়টিতে শিশু শ্রেণি হতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। অত্র এলাকায় বসবাসরত অনেক হত দরিদ্র শ্রমজীবি মানুষের সন্তানেরা এখানে লেখাপড়া করার সুযোগ পায়। সংস্থা নিয়ন্ত্রিত পরিচালনা কমিটি ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে একটি ৪ তলা বিশিষ্ট পাকা দালান রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, টয়লেট, পানি, খেলাধুলার ব্যবস্থা, সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষাক্রমিক কার্যক্রমের জন্য একটি হলরুম রয়েছে। ৩য় শ্রেণি হতে কম্পিউটার শিক্ষা ব্যবস্থাসহ লাইব্রেরিতে অনেক বই রয়েছে। বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও নিয়মানুবির্তর ব্যপারে অধিক গুরুত্বারোপ করা হয়ে থাকে।
১। জনাব মো: আজিজুল বারী সভাপতি
২। জনাব মো: আবদুর রশিদ সদস্য সচিব
৩। জনাব মোহাম্মদ কামাল হোসেন শিক্ষক প্রতিনিধি
৪। জনাব সেলিনা বেগম শিক্ষক প্রতিনিধি
৫। জনাব মো: ছিদ্দিকুর রহমান অভিভাবক সদস্য
৬। জনাব মো: আকুল ইসলাম অভিভাবক সদস্য
৭। জনাব শ্যামলী চাকমা মহিলা অভিভাবক সদস্য
পরীক্ষার নাম | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
পিএসসি | ২০০৯ | ২১ | ১০০% |
পিএসসি | ২০১০ | ২৭ | ১০০% |
পিএসসি | ২০১১ | ৩১ | ১০০% |
পিএসসি | ২০১২ | ৪১ | ১০০% |
জেএসসি | ২০১১ | ৫৯ | ৯৩.২৩% |
জেএসসি | ২০১২ | ৮০ | ৮৮.১০% |
২০১১ সালে পিএসসি পরীক্ষায় ১ জন ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়। ২০১২ সালে জেএসসি পরীক্ষায় ১জন ছাত্র সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। বিদ্যালয়ে উপবৃত্তি কার্যক্রম নেই।
শুরুতে ২০০ ছেলেমেয়ে নিয়ে বিদ্যালয়টি চালু হয়। বর্তমানে প্রায় ৫০০ ছাত্রছাত্রী বিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবার চেষ্ঠায় সামনের দিকে অগ্রগামী করা হবে। ২০১৪ সাল হতে ৯ম - ১০ম শ্রেণি অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতির জন্য আবেদন করা হবে।
ইউরিকো এঞ্জেল স্কুল
গ্রামে: হরিণাচালা, কোনাবাড়ী এলাকায় , সদর উপজেলার , গাজীপুর জেলা।
মোবাইল নাম্বার : ০১৭১৫৩৭৪৫১২
টেলিফোন নাম্বার : ৯২৯৭৪৫৫
ইমেইল : angelschool556@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস