ভবানীপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৮ইং সনে প্রতিষ্ঠিত হয়। ভবানীপুরের সমাজ সেবক মৃত. হাজী আ: সালাম মুন্সি, মৃত. আববাস উদ্দিন খান এবং বানিয়ারচালার বীর মুক্তিযোদ্ধা মৃত. আ: রশিদ তিন একর সারে সতের শতাংশ জমি দান করেন।
ভবানীপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৮ইং সনে প্রতিষ্ঠিত হয়। ভবানীপুরের সমাজ সেবক মৃত. হাজী আ: সালাম মুন্সি, মৃত. আববাস উদ্দিন খান এবং বানিয়ারচালার বীর মুক্তিযোদ্ধা মৃত. আ: রশিদ তিন একর সারে সতের শতাংশ জমি দান করেন।
ক্রমিক নং | কমিটি সদস্যগনের নাম | পদবী |
১ | জনাব মো:নজরুল ইসলাম | সভাপতি |
২ | জনাব মো:নরুলইসলাম আকন্দ | শিক্ষক প্রতিনিধি |
৩ | জনাব মো:সিদ্দিকুর রহমান | শিক্ষক প্রতিনিধি |
৪ | জনাব মো:মাসুমা আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
৫ | জনাব মো:আমিনুল হক | অভিভাবক সদস্য |
৬ | জনাব মো:শফিকুল ইসলাম | অভিভাবক সদস্য |
৭ | জনাব মো:আফাজ উদ্দিন আকন্দ | অভিভাবক সদস্য |
৮ | জনাব মো:মজিবুর রহমান | অভিভাবক সদস্য |
৯ | জনাব মো:ফাহিমা আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
পরীক্ষার নাম | পাশের সন | ছাত্র-ছাত্রীর পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
এস.এস.সি | ২০০৯ | ১০০ | ৫৯ | ৫৯% |
এস.এস.সি | ২০১০ | ৯০ | ৬৯ | ৭৬% |
এস.এস.সি | ২০১১ | ১০৪ | ৭৭ | ৭৪% |
এস.এস.সি | ২০১২ | ১১৮ | ১০৮ | ৯১% |
এস.এস.সি | ২০১৩ | ১২৯ | ১১৫ | ৮৯% |
শ্রেনীর নাম | বৃত্তি পরিমান |
৬ষ্ঠ শ্রেনী | ৬০ জন |
৭ম শ্রেনী | ৩৯ জন |
৮ম শ্রেনী | ৩৩ জন |
৯ম শ্রেনী | ২৯ জন |
১০ম শ্রেনী | ২৭ জন |
মোট : | ১৮৮ জন |
অর্জনঃ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক গনের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের গৃহ সংস্কার,মেরামত,সম্প্রসারন করা হয়েছে। ছাত্র ছাত্রীর সংখ্যা বহুগুনে বৃদ্ধি পাচ্ছে।শিক্ষার গুনগত ও সংখ্যাগত মান অর্জিত হচ্ছে।
ভবিষৎ শিক্ষার গুনগত ওসংখ্যাগত মান বৃদ্ধির জন্য অনেক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। অধিক পরিমানের ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধির ফলে নতুন নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ছাত্র ছাত্রী বৃদ্ধির অনুপাতে শিক্ষক বৃদ্ধির জন্য শাখা অনুমোদন করানো হচ্ছে। অতি শিঘ্রই শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য আরও নানাবিধ পরিকল্পনা গ্রহন করা হবে।বিদ্যালয়টি গাজীপুর জেলার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসাবে গড়িয়া তুলার জন্য আরও অনেক পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
গ্রাম:ভবানীপুর, পো:ভবানীপুর, উপজেলা: গাজীপুর সদর, জেলা: গাজীপুর।
ই-মেইল:bhabanipur.highschoo@gmail.com
:শ্রেনীর নাম | ক্রমিক নং | মেধাবী ছাত্রের নাম | ক্রমিক নং | মেধাবী ছাত্রীর নাম |
৬ষ্ঠ শ্রেনী
| ০১ | সাইদুল ইসলাম | ০১ | সাদিয়া আক্তার মিতু |
০২ | নাঈম ইসলাম | ০২ | মাহমুদা আক্তার হ্যাপি | |
০৩ | মিন হাজুল ইসলাম | ০৩ | মাহমুদা আক্তার প্রিয়া | |
৭ম শ্রেনী
| ০১ | ওমর ফারুক | ০১ | রুনা আক্তার |
০২ | রাসেল আহমে্দ | ০২ | আফিয়াত | |
০৩ | তরিকুল ইসলাম | ০৩ | ফাইরোজ আক্তার | |
৮ম শ্রেনী | ০১ | মো: জসীম উদ্দিন | ০১ | শারিয়া আক্তার |
০২ | মো:রিফাত হাসান | ০২ | জান্নাতুল ফেরদৌস | |
০৩ | মো: রাকিব হাসান | ০৩ | শারমিন আক্তার | |
৯ম শ্রেনী
| ০১ | মো: ফাহিম | ০১ | বর্ন্যা আক্তার |
০২ | মো:আবির হোসেন | ০২ | তাছলিমা আক্তার | |
০৩ | মো: কবির | ০৩ | শঙ্খনীলা পাল | |
১০ম শ্রেনী | ০১ | মো: ফজলে রাববী | ০১ | ফারজানা আক্তার |
০২ | বশির আহমেদ তামিম | ০২ | রাপিয়া আক্তার | |
০৩ | নাঈমুর রহমান | ০৩ | রাবেয়া আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস