বিদ্যা্লয়টি গাজীপুর জেলার টঙ্গী থানার প্রানকেন্দ্রে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে অর্থাৎ চেরাগআলী মার্কেটের দক্ষিন পার্শ্বে অবস্থিত।
কাদেরিয়া টেক্সটাইল মিলস লিঃ এর কর্মকর্তা/কর্মচারী ও শ্রমিকবৃন্দের ছেলে-মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে মিল কর্তৃপক্ষ ১৯৮০ সালে প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করে। পরবর্তিতে বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতি লাভ করায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। বর্তমানে বিদ্যালয়টি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি এই ৩টি শাখা নিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
শ্রেনী ছাত্র/ছাত্রীর সংখ্যা
প্লে- ৪৩
নার্সারী- ৩৪
প্রথম- ৩৯
দ্বিতীয়- ৩০
তৃতীয়- ৩৮
চতুর্থ- ৩৮
পঞ্চম- ৩৭
ষষ্ঠ- ২৬
সপ্তম- ৩৫
অষ্টম- ২৪৭
নবম- ৬৮
দশম- ১০৪
নবম (ভোক)- ৫১
দশম (ভোক)- ৫১
শেখ আবুয়াল হোসেন (সভাপতি)
গিয়াস উদ্দিন আহাম্মদ (সদস্য সচিব)
শাহীনা আক্তার (শিক্ষক প্রতিনিধি)
মোঃ আবু জাফর সিদ্দিক (শিক্ষক প্রতিনিধি)
হাজী আব্দুল লতিফ (অভিভাবক সদস্য)
মোঃ আব্দুল কাদের আকন্দ (অভিভাবক সদস্য)
শাহিনা আক্তার (মহিলা অভিভাবক সদস্য)
মোঃ হিরণ মিয়া (শিক্ষানুরাগী সদস্য- ভোক)
শাখা সাল মোট পরীক্ষার্থী কৃতকার্য পরীক্ষর্থী অকৃতকর্য পরীক্ষার্থী পাশের হার
প্রাথমিকঃ
২০০৯- ৩৪ ৩১ ০৩ ৯১.১৭%
২০১০- ২৬ ১৮ ০৮ ৬৯.২৩%
২০১১- ২৭ ২৬ ০১ ৯৬.২৯%
২০১২- ২২ ২২ ০০ ১০০%
জে.এস.সিঃ
২০১০- ১০০ ৯৫ ০৫ ৯৫%
২০১১- ৮৭ ৮২ ০৫ ৯৪.২৫%
২০১২- ৮৯ ৮৪ ০৫ ৯৪.৩৮%
এস.এস.সিঃ
২০০৮- ৮৩ ৭৯ ০৪ ৯৫.১৮%
২০০৯- ১০০ ৯৩ ০৭ ৯৩%
২০১০- ১০৮ ৯৬ ১২ ৮৮.৮৯%
২০১১- ৭৬ ৬৮ ০৮ ৮৯.৪৭%
২০১২- ৮৪ ৮২ ০২ ৯৭.৬২%
এস.এস.সি (ভোক):
২০০৮- ২৭ ১৮ ০৯ ৬৬.৭০%
২০০৯- ৩৩ ৩২ ০১ ৯৬.৯৭%
২০১০- ২৯ ২৯ ০০ ১০০%
২০১১- ৪১ ৪১ ০০ ১০০%
২০১২- ৩৪ ৩৪ ০০ ১০০%
১৯৯৬ সাল থেকে মাধ্যমিক ও ২০০৬ সাল থেকে এস.এস.সি ভোক পরীক্ষায় ২০১২ সাল পর্যন্ত ফলাফল উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে মাধ্যমিক ৯৭.৬২% এবং ভোকেশনাল শাথায় ১০০% এ উন্নিত হয়ে সন্তোষজনক ফলাফলের প্রেক্ষিতে শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছে।
শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার উত্তরোত্তর ফলাফল সন্তোষজনক বিধায় এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে।
বিদ্যালয়টি ক্রমান্বয়ে মাধ্যমিক এবং এস.এস.সি ভোকেশনাল শাখা থেকে কলেজে উন্নিত করণ এবং ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা।
যেহেতু বিদ্যালয়টি ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে, টঙ্গীর চেরাগআলী মার্কেটের সন্নিকটে অবস্থিত এবং বিদ্যালয়ের টিএন্ডটি এবং ইন্টরনেট সংযোগ ও ই-মেইল নম্বরের মাধ্যমে সর্বপ্রকার যোগাযোগের সুবিধা রয়েছে।
অত্র বিদ্যালয়ের উভয় শাখায় A+ প্রাপ্ত শিক্ষার্থী রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস