পিরুজালী আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সংক্ষিপ্ত বর্ণনাঃবিদ্যালয়টি গাজীপুর জেলাধীন সদর উপজেলার অন্তরগর্ত ১নং পিরুজালী ইউনিয়নের দক্ষিন প্রান্তে সরকার পাড়ায় অবস্থিত।৪টি শ্রেনী কক্ষ ১টি অফিস কক্ষ ও একটি বিস্তৃত খেলার মাঠ রয়েছে।
প্রিতষ্ঠাকালঃ ১৯২৭খ্রী:
ইতিঃমরহুম আমানুল্লাহ সরকারের দানকৃত৪২শতাংশ জমির উপর ১৯২৭খ্রী: বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মরহুম আমানুল্লাহ সরকারের নাম অনুসারে নাম করণ করেন আমানিয়া।১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন করারপর এর নাম হয় পিরুজালী আমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইতিহাসঃমরহুম আমানুল্লাহ সরকারের দানকৃত৪২শতাংশ জমির উপর ১৯২৭খ্রী: বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মরহুম আমানুল্লাহ সরকারের নাম অনুসারে নাম করণ করেন আমানিয়া।১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন করারপর এর নাম হয় পিরুজালী আমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস