বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে জাতীয় করণ করা হয় । এটি ভবানীপুর বাজার হতে ১ কিঃ মিঃ পশ্চিমে অবস্থিত ।
১১নং ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৮৬২ সালে তৎকালীন মির্জাপুর ইউনিয়ন পরিষদে সুযোগ্য চেয়ারম্যান ভবানীপুরের কৃতি সন্তান প্রয়াত আফছার উদ্দিন এর নেতৃত্বে গ্রামের আরো কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি যেমন মরহুম সিদ্দিক পন্ডিত, হাজী ছালাম মুন্সি, সুবেদ আলী মুন্সি, আনর উদ্দিন কাজী, আলীম উদ্দিন প্রধান, জববর সরকার প্রমুখ ব্যক্তিদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়টি ৬৮ শতাংশ অর্থাৎ ০.৬৮ একর জমির উপর অবস্থিত । বর্তমানে ছাত্র সংখ্যা ৭৪৪ জন । অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা ৮ কর্মরত শিক্ষক সংখ্যা ৮ জন, ১ জন দপ্তরী কাম প্রহরী কর্মরত আছে । বিদ্যালয় একটি দ্বিতল ভবনসহ দুইটি ভবন আছে । এক তলা ভবনটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিদ্যালয়টিতে প্রতিবছর বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, জাতীয় দিবস সমূহ ও ধর্মীয় অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় । বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার মান উন্নয়নের জন্য খুবই আন্তরিক । আমরা বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করি ।
ক্র:নং | নাম | কমিটির পদবী |
১ | আলহাজ্ব আঃ বাতেন | সভাপতি |
২ | ইসমাইল হোসেন | সহ সভাপতি |
৩ | মার্জিয়া আক্তার | বিদ্যুৎসাহী মহিলা সদস্য |
৪ | হাবিজ উদ্দিন খান | জমিদাতা সদস্য |
৫ | সাহিদা আক্তার | ইউ পি সদস্য |
৬ | আরজু মিয়া | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সদস্য |
৭ | আঃ খালেক | মেধা তালিকার অভিভাবক সদস্য |
৮ | আমিনুল হক | অভিভাবক সদস্য |
৯ | শাহীনুর আক্তার | অভিভাবক সদস্য |
১০ | রুমা আক্তার | অভিভাবক সদস্য |
১১ | খায়রুল বাশার | শিক্ষক প্রতিনিধি |
১২ | শাহীন আক্তার | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
২০০৮ | ৫৪ | ৫৪ | ১০০% |
২০০৯ | ৪৭ | ৪৭ | ১০০% |
২০১০ | ৯০ | ৯০ | ১০০% |
২০১১ | ৭৫ | ৭৫ | ১০০% |
২০১২ | ৮৩ | ৮৩ | ১০০% |
সন | ট্যালেন্টপুল | সাধারন |
২০০৮ | - | ০১ জন |
২০০৯ | ০১ জন | - |
এ বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছর পাশের হার ১০০% । বিগত ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গাজীপুর জেলায় একজন শিক্ষার্থী ১ম স্থান অধিকার করে । প্রধান শিক্ষক ২০০৯ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন । সাংস্কৃতিক কর্মকান্ডে বিদ্যালয়টির অর্জন প্রসংশনীয় । বিগত ২০১১ ও ২০১২ সালে উপস্থিত বক্তৃতায় একজন শিক্ষার্থী জেলা পর্যায়ে ১ম স্থান লাভ করে ।
ভবিষ্যতে বিদ্যালয়ের লেখাপড়ার মান আরো ভালো করা এবং বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করা । বিদ্যালয়ের পরিবেশ আরোও উন্নত করা ।
১১ নং ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রাম ও পোঃ ভবানীপুর, ইউনিয়ন- ভাওয়ালগড়, উপজেলা-গাজীপুর সদর, গাজীপুর ।
সন | ট্যালেন্টপুল | সাধারন |
২০০৮ | - | ০১ জন |
২০০৯ | ০১ জন | - |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস