বিদ্যালয়টি গাজীপুর জেলার গাজীপুর সিটির (নগর ভবনের) প্রাণ কেন্দ্র, ঢাকা-ময়মনসিংহ রোড থেকে ৩০ গজ পশ্চিম পাশ্বে , বোর্ড বাজারে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠা হয়ে ১৯৯৯ সালে এম, পি, ও ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৩টি বিভাগ (মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান) চালু আছে।
০১। আলহাজ্ব আফজালুর রহমান খান সভাপতি
০২। জনাব মোঃ আরিফ হোসেন শিক্ষক প্রতিনিধি
০৩। জনাব মোঃ মনিরুজ্জামান ঐ
০৪। মিসেস শামীম আরা সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
০৫। জনাব আবুল হোসেন অভিভাবক সদস্য
০৬। জনাব হাজী আহম্মদ আলী ঐ
০৭। জনাব আব্দুস ছামাদ ঐ
০৮। জনাব মোঃ মমতাজ উদ্দিন মোল্যা ঐ
০৯। জনাব সামছুন্নাহার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। আলহাজ্ব ডাঃ মোঃ হাফিজুর রহমান খান দাতা সদস্য
১১। জনাব এস.এম. শামীম আহমেদ কো-অপ্ট সদস্য
১২। প্রধান শিক্ষক সদস্য সচিব
পরীক্ষার নাম | সাল | পরীক্ষার্থী সংখ্যা | পাশের হার |
জে, এস, সি | ২০১৩ | ৫৮ |
|
এস, এস, সি | ৪৮ | ৯৩.৭৫% | |
জে, এস, সি | ২০১২ | ৮৩ | ৯৩.৯৭% |
এস, এস, সি | ৫২ | ৯০.৩৮% | |
জে, এস, সি | ২০১১ | ৭৭ | ৮৭.০২% |
এস, এস, সি | ৪৯ | ৯৩.৮৮% | |
জে, এস, সি | ২০১০ | ৫৫ | ৯২.৭৩% |
এস, এস, সি | ৫৩ | ৯০.৫৭% | |
জে, এস, সি | ২০০৯ |
|
|
এস, এস, সি | ৩৮ | ৯১.০৫% |
বিদ্যালয় ভবনটির বহুতলা ভবনের ২য় তলার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে্। বর্তমানে উক্ত ভবন গুলোতে শ্রেণি পাঠদান ও অন্যান্য কার্যক্রম চলছে।
২০১৪ ইং সনের মধ্যে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কলেজ) হিসেবে প্রতিষ্ঠা করার সকল কার্যক্রম চলছে।
কলমেশ্বর রোকেয়া স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়
মোবাইল নং- : ০১৭২০৩৪১৮১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস