শহর সমাজসেবা কার্যক্রম , গাজীপুর।
পটভূমিঃ
শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদফতর পরিচালিত একটি আদি কর্মসূচি।অধিদফতরের প্রারম্ভিক স্বল্পসংখ্যক কর্মসূচীর মধ্যে এ কর্মসূচী অন্যতম এবং শহর সমাজ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিগণিত।
শহরের বস্তি এলাকায় বসবাসরত জীবিকার সন্ধানে বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও স্বল্পআয়ের ভাসমান পরিবারের সদস্যদেও সংগঠিত কওে পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকল্পে বাস্তবধর্মী কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা এ প্রকল্পের লক্ষ্য। জীবিকার সন্ধানে আগত ছিন্নমুর জনগোষ্ঠি শহরের বিভিন্ন স্থানে, আনাছে কানাছে, ড্রেনের পাশে, পরিত্যক্ত অস্বাস্থ্যেকর ডোবা বা জলাভুমির ধারে জির্ণ কুঠির তৈরী করে গড়ে তুলেছে অবাঞ্ছিত বস্তি। নোংরা পরিবেশ, জীবনের মৌলিক চাহিদা পুরনের ব্যর্থতার দরুন অপুষ্টি ও স্বাস্থ্যেহীনতা, বেকারত্ব,ভিক্ষাবৃত্তি ইত্যাদি সমস্যায় শহর জীবন আজ বিপর্যস্ত। তাই সুপরিকল্পিত ভাবে শহর এলাকায় বসবাসরত এ জনগনের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে বিভিন্ন সরকারী ও বে-সরকারী সংস্থার সহযোগীতায় শিক্ষায়, স্বাস্থ্য, সংস্কৃতি, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে প্রাপ্য সীমিত সম্পদের মাধ্যমে সমস্যাবলী সম্ভাব্য সমাধান করে জনজীবনের স্বস্তি বিধান ও দুঃস্থদের জন্য জীবন মানোন্নয়ন যোগ্য কর্মসূচী গ্রহন করা এ প্রকল্পের উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে জাতিসংঘ থেকে প্রেরিত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার ১৯৫৫ সালে Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে ১৯৫৫ সালে পরীক্ষামুলক ভাবে শহর সমাজ উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project(UCDP) চালু করা হয়। একই সালে এ প্রকল্পে সফলতা তদানীন্তন সরকারের দৃষ্টি আকর্ষন করে এবং প্রকল্পটি পাচঁশালা পরিকল্পনার অন্তর্ভুক্ত হয় এবং এর আওতায় ঢাকা শহরের গোপীবাগ,লালবাগ ও মোহাম্মদপুর এলাকায় এ কার্যক্রম সম্প্রসারন করা হয়। ১৯৬০ সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আরও ১২ টি প্রকল্প চালু হয়। এবং প্রকল্পের সংখ্যা দাড়ায় ১৬ টি। ১৯৬১ সালে সমাজকল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার পর এই প্রকল্পের ক্রমবর্ধমান সফলতা এবং প্রসার অব্যাহত থাকে। শহর এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির চাহিদার প্রেক্ষিতে পর্যায়ক্রমে জুন/৯৬ পর্যন্ত এ কার্যক্রমকে ৪৩টি ইউনিটে উন্নীত করা হয়। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে জুলাই/৯৬ সালে ‘‘শহর সমাজসেবা কর্মসুচীর উন্নয়ন ও সম্প্রসারণ-১ম পর্ব’’ নামে উন্নয়ন খাতে আরও ৭টি শহর সমাজসেবা কার্যক্রম ইউনিট প্রতিষ্ঠা করে এ কর্মসুচীর মোট ইউনিটের সংখ্যা ৫০টিতে উন্নীত করা হয়, ১৯৮২ সালে শহর সমাজসেবা কার্যলায় ,গাজীপুর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে রাজস্ব খাতে পরিচালিত হচ্ছে।
দেশের ৩৪টি জেলা সদরে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ কার্যক্রমের প্রয়োজনীয়তা বিবেচনা করে দেশের অবশিষ্ট ৩০ জেলা সদর এলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির উন্নয়নকল্পে ২০০২-২০০৫ অর্থ বছরে ‘‘শহর সমাজসেবা কর্মসূচীর উন্নয়ন ও সম্প্রসারণ-২য় পর্ব’’ শীর্ষক আরো একটি উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে যার আওতায় ৩০ টি নতুন জেলায় আরো ৩০টি ইউনিট স্থাপন করা হয়েছে, যার ফলে বাংলাদেশে সকল জেলায় এ কার্যক্রমের আওতাভুক্ত হয়েছে।
গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার
শহর সমাজসেবা কার্যালয়,গাজীপুর।
সিটিজেন চার্টার
কর্মসূচীর নাম | সেবাসমূহ | সেবা প্রদানের স্থান/কার্যালয় | সেবাদান পদ্ধতি | সময়সীমা | প্রতিকারের বিধানে নিয়োজিত কর্মকর্তা |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১। শহর সমাজসেবা কার্যক্রম,গাজীপুর।
| ১। শহরের মহল্লা পর্যায়ে দলীয় কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক কাঠামো তৈরী। ২। মহল্লা পর্যায়ে সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ৩। বৃত্তিমুলক/সামাজিক প্রশিক্ষণ ৪। সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান ৫। জেলা পর্যায়ে ক শ্রেনী পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায়। | ১। শহর সমাজসেবা কার্যালয়,টঙ্গী,গাজীপুর (জেলা পর্যায়ের ক শ্রেনীভুক্ত সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকা)। | ১। কর্মসুচী বাস্তবায়ন কমিটি কর্তৃক মহল্লা/এলাকা নির্বাচন ২। মহল্লা পর্যায়ে জরিপ, কর্মদল গঠন এবং মহল্লা কমিটি গঠন ৩। বৃত্তিমুলক/সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ৪। মহল্লা কমিটির নিকট ঋণ প্রাপ্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন ৫। মহল্লা কমিটির সুপারিশ ৬। শহর সমাজসেবা অফিস কর্তৃক স্কীম এর সম্ভব্যতা যাচাই ৭। কর্মসুচি বাস্তবায়ন কমিটির অনুমোদন ও ঋন বিতরন * ঋণ সেবা বিনামুল্যে প্রদান করা হয়, শুধমাত্র বৃত্তিমুলক প্রশিক্ষনের জন্য সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হবে। | মহল্লা নির্বাচন হতে স্কীম অনুমোদন ৩ মাস এবং স্কীম অনুমোদনের পর ২০ কর্ম দিবস এর মধ্যে | ১। সমাজসেবা অফিসার (শহর) ২। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ৩। পরিচালক(কার্যক্রম),সমাজসেবা অধিদফতর ৪। মহাপরিচালক,সমাজসেবা অধিদফতর |
২। এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পূর্নবাসন কার্যক্রম।
| ১। এডিসদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান। ২। দেশ ব্যাপি সকল এডিসদগ্ধ ও নিম্ন আয়ের প্রতিবন্ধী ব্যক্তিগন এই সেবা প্রাপ্তির যোগ্য। | ১। সকল উপজেলা সমাজসেবা কার্যালয় ২। শহর সমাজসেবা কার্যালয় (জেলা পর্যায়ের ক শ্রেনীভুক্ত সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকা)। | ১। প্রতিবন্ধী জরিপ ফর্ম পুরন এবং উপজেলা/শহর/জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী হিসাবে অন্তভুক্তি ২। বৃত্তিমুলক/সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন ৩। ঋণ প্রাপ্তির স্কীমসহ নির্ধারিত ফর্মে উপজেলা সমাজসেবা/শহর সমাজসেবা কার্যালয়ে আবেদন ৪। সমাজসেবা অফিস কর্তৃক স্কীম এর সম্ভাব্যতা যাচাই ৫। কার্যক্রম বাস্তবায়ন কমিটির অনুমোদন ও ঋণ বিতরন *সেবাসমুহ বিনামুল্যে প্রদান করা হয়। | কার্যক্রম বাস্তবায়ন কমিটির অনুমোদন প্রাপ্তির পর ১৫ কর্ম দিবস এর মধ্যে | ১। সমাজসেবা অফিসার (শহর) ২। উপজেলা নির্বাহী অফিসার ৩। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ৪। পরিচালক(কার্যক্রম), সমাজসেবা অধিদফতর ৫। মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর |
৩। বয়স্ক ভাতা কার্যক্রম(দেশব্যাপী)
| ১। সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নিম্ন বর্নিত হারে বয়স্ক ভাতা প্রদান। ২। দেশ ব্যাপি সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার ৬৫ বা তদুর্ধব হতদরিদ্র বয়স্ক মহিলা ও পুরুষগন এই সেবা প্রাপ্তির যোগ্য। | ১। উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও উপজেলার পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে) ২। শহর সমাজসেবা কার্যালয় (জেলা পর্যায়ের পৌরসভা ও সিটি কর্পোরেশন ক্ষেত্রে)। | ১। সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফর্মে আবেদন ২। ওয়ার্ড কমিটি কর্তৃক প্রাথমিক প্রার্থী বাছাই ও নির্বাচন ৩। উপজেলা এবং গ শ্রেনীভুক্ত পৌরসভার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন ক ও খ শ্রেনীভুক্ত পৌরসভার ক্ষেত্রে জেলা প্রশাসক/আঞ্চলিক নির্বাহী অফিসারের সভাপতিত্বে সিটি কর্পোরেশন আঞ্চলিক কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন ৪। উপজেলা/জেলা হিসাব রক্ষণ অফিস হতে ভাতার পাশ বই অনুমোদন ৫। সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডে জন্য নির্ধারিত তফসিলি ব্যাংক কর্তৃক ভাতা বিতরন *সেবাসমূহ বিনামুল্যে প্রদান করা হয়। | বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাস | ১। সমাজসেবা অফিসার (শহর) ২। উপজেলা নির্বাহী অফিসার ৩। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ৪। জেলা প্রশাসক ৫। পরিচালক(কার্যক্রম),সমাজসেবা অধিদফতর ৬। মহাপরিচালক,সমাজসেবা অধিফতর |
-২-
৪। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম(দেশব্যাপী)
| সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। *দেশব্যাপী সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার নিম্ন আয়ের ৬ বা তদুর্ধব প্রতিবন্ধী মহিলা ও পুরুষগণ এই সেবা প্রাপ্তির যোগ্য। | ১। উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও উপজেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে) ২। শহর সমাজসেবা কার্যালয় (জেলাপর্যায়ের পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে) | ১। সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফর্মে আবেদন ২। উপজেলা/উপজেলা পর্যায়ের ক খ ও গ শ্রেনীভুক্ত পৌরসভার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন। জেলা পর্যায়ে ক ও খ শ্রেনীভুক্ত পৌরসভা ক্ষেত্রে পৌরসভার প্রধান নির্বাহী অফিসারের সভাপতিত্বে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে প্রধান নির্বাহী/আঞ্চলিক নির্বাহী অফিসারের সভাপতিত্বে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন ৩। উপজেলা/জেলা হিসাব রক্ষণ অফিস হতে ভাতার পাশ বই অনুমোদন ৪। সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডে জন্য নির্ধারিত তফসিলি ব্যাংক কর্তৃক ভাতা বিতরন *সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হয়
| বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাস | ১। সমাজসেবা অফিসার(শহর) ২। উপজেলা নির্বাহী অফিসার ৩। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ৪। জেলা প্রশাসক ৫। পরিচালক(কার্যক্রম), সমাজসেবা অধিদফতর ৬। মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর |
৫। মুক্তিযোদ্ধা সম্মানীভাতা কার্যক্রম(দেশব্যাপী)
| সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান। *দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার(ভাতা বিতরন নীতিমালা মোতাবেক)প্রকৃত মুক্তিযোদ্ধ/মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীগন এই সেবা প্রাপ্তির যোগ্য। | ১। উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও পৌরসভার ক্ষেত্রে) ২। শহর সমাজসেবা কার্যালয়(সিটি কর্পোরেশনের ক্ষেত্রে) | ১। নির্ধারিত ফর্মে আবেদন ২। উপজেলা ও উপজেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কমিটি কর্তৃক প্রাথমিক প্রার্থী বাছাই ও নির্বাচন সিটি কর্পোরেশনের থানার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এর সভাপতিত্বে থানা কমিটি কর্তৃক প্রাথমিক প্রার্থী বাছাই ৩। জেলা কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন ৪। উপজেরা/জেলা হিসাব রক্ষন অফিস হতে ভাতার পাশ বই অনুমোদন ৫। সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডে জন্য নির্ধারিত তফসিলি ব্যাংক কর্তৃক ভাতা বিতরন * সেবাসমূহ বিনামুল্যে প্রদান করা হয় | বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাস | ১। সমাজসেবা অফিসার(শহর) ২। উপজেলা নির্বাহী অফিসার ৩। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ৪। জেলা প্রশাসক ৫। পরিচালক(কার্যক্রম), সমাজসেবা অধিদফতর ৬। মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর |
৬। স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন কার্যক্রম
| ১। স্বেচ্ছাসেবাী সমাজকল্যাণমুলক কার্যক্রম আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব/লাইব্রেরীর নিবন্ধণ প্রদান ২। নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র,সাধারন ও কার্যকরী পরিষদ অনুমোদন, মেয়াদান্তে নব নির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন ৩। নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্যএলাকা একাধিক জেলায় সম্প্রসারনের অনুমোদন ৪। নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তিকরণ ব্যবস্থা গ্রহন ৫। নিবন্ধন প্রাপ্ত সংগঠসমূহের কার্যক্রম তদারকী | ১। জেলা সমাজসেবা কার্যালয় ২। সমাজসেবা অধিদফতর | ১। সংগঠনের নামকরণের ছাড়পত্র গ্রহন ২। নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় কাগজপত্রাদীসহ নিবন্ধণ প্রাপ্তির জন্য আবেদন ৩। ৫০০ টাকার ট্রেজারী চালান ৪। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্ত ৫। নিবন্ধনের জন্য সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ও নিবন্ধন প্রদান
* ট্রেহারী চালান ব্যতিত অন্যান্য সেবাসমূহ বিনামুল্যে প্রদান করা হয়। | অনুকুল তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ২০ কর্ম দিবসের মধ্যে | ১। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ২। মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর |
শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুর এর কর্যক্রম সংক্রান্ত তথ্যাবলী ।
ক্রমিক নং | কার্যক্রমের নাম | মোট প্রাপ্ত বরাদ্ধকৃত ভাতা | উপকার ভোগীর সংখ্যা | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ | ক্ষুদ্র ঋন কর্যক্রম | ২,৪৬,৮০০/- | ১৫২০ জন | ১০% সা: চার্জ হারে ঋন বিতরন |
২ | এসিদগ্ধ মহিল ও শারীরিক প্রতিবন্ধীদের পূন:বাসন কার্যক্রম | ১৪.৩৯.৭৩৭/- | ৭১০ জন | ০৫% সা: চার্জ হারে ঋন বিতরন |
৩ | বৃক্তি মূলক প্রশিক্ষন কর্যক্রম (কম্পিউটার , দর্জি বিজ্ঞান সহ সময় উপযোগি বিভিন্ন প্রশিক্ষন প্রদান ) |
| ৯৬৩ জন | প্রকল্প সমন্বয় কার্যক্রমের মাধ্যমে পরিচালিত |
৪ | সামাজিক নিরাপত্ত বেস্টনীর আওতায় ভাতা প্রদান সংক্রান্ত কার্যক্রমঃ |
|
| |
৫ | বয়স্ক ভাতা | প্রতি মাসে -৩০০/- হিসাবে | ১৮৩০ জন |
|
৬ | অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা | প্রতি মাসে -৩০০/- হিসাবে | ২৫৮ জন |
|
৭ | বিধবা স্বামী পরিতক্তা ভাতা | প্রতি মাসে -৩০০/- হিসাবে | ১৯২ জন |
|
৮ | মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | প্রতি মাসে -৩০০/- হিসাবে | - | গাজীপুর সদর উপজেলা থেকে বাস্তবায়িত হচেছ। |
৯ | প্রতিবন্ধী শিক্ষ উপবৃত্তি | প্রতি মাসে -৩০০/- ,৪৫০/-,৬০০/-,১০০০/- টাকা। স্তর ভিক্তক হিসাবে। | ২১ জন |
|
১০ | প্রবেশন কার্যক্রম | - | ২৫ জন | পরিবার ও প্রতিষ্ঠানে অন্তভূক্ত করন। |
১১ | নারী ও শিশু নির্যাতন এবং পাচাররোধ কল্পে উদ্ভুদ্ব করন কর্মসূচী । | - | ৪৫০ জন | দলীয় সভায় আলোচনা ও অন্যান্য মাধ্যমে। |
১২ | বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক বিরোধী সমাজিক কর্মসূচী। | - | ৬০১ জন | দলীয় সভায় আলোচনা ও সচেতনতা বৃদ্ধি। |
১৩ | এতিম , দু:স্থ , অসহায় ছেলে / মেয়েদের শিক্ষা ও পূন:বাসন কল্পে সার্বিক সহযোগিতা প্রদান। | - | ৮০২ জন | সমাজসেবা আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ভর্তি । |
১৪ | বে-সরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্রান্টের সুপারিশ, তদারকী এবং পরিদর্শন | - | ০৫ টি | ০৫ টি ক্যাপি: প্রাপ্ত। |
১৬ | প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভূক্ত করন ও পরিচয় পত্র প্রদান সার্বিক সহযোগিতা প্রদান | - | তালিকা -৭৫০ জন , পরিচয় পত্র ৬২০ জন. | - |
১৫ | স্বেচ্ছাসেবী প্রষ্ঠিান তদারকী এবং পরিদর্শন | বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ হতে সুপারিশের ভিত্তিতে অনুদান পেয়ে থাকে। | সক্রীয়-৬০টি নিসক্রীয়-১২টি | বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত। |
শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস