ঊপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গাজীপুরসদর।
পদবী- ঊপজেলা খাদ্য নিয়ন্ত্রক
ঠিকানাঃ রাজবাড়ি (২য় তলা), গাজীপুর।
অফিসের কার্যক্রমের সংক্ষিপ্তবিবরণঃ উপজেলা ভিত্তিক খাদ্যশস্যের মজুদ, বিতরণ, সংরক্ষণ ।
আওতাধীন অফিসের পরিচিতিঃ
জয়দেবপুর খাদ্য গুদাম, গাজীপুর সদর, গাজীপুর।
খাদ্য নিরাপত্তা বলয়ের আওতাভূক্ত কার্যক্রম, ওএমএস, ভিজিডি, ভিজিএফ, জি-আর, টি-আর ও কাবিখা কার্যক্রম সংশ্লিষ্ট সেবা সমুহ।
১। ওএম এস ডিলার নিয়োগের সরকারী নিয়ম/ ওএমএস বরাদ্দের পরিমাণ/ বিক্রি মূল্য নোটিশ বোর্ডে
লিপিবদ্ধকরণ।
২। উপজেলায় খাদ্যশস্য সংগ্রহের পরিমান সংগ্রহ মূল্য / কেন্দ্রের নাম/ সংগ্রহ বিনির্দেশের প্যারামিটার উল্লেখ
করে নোটিশ বোর্ডে সর্বসাধারণের জন্য দৃশ্যমান স্থানে স্থাপন।
৩। চলমান লাইসেন্স প্রাপ্তির নিয়মাবলী / ফি এর পরিমান / কাগজপত্রাদির তালিকা এবং নবায়নের ক্ষেত্রে
বিষয়াবলী/ ফি এর পরিমাণ নোটিশ বোর্ডে উপস্থাপন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। যোগে - জয়দেবপুর রেল স্টেশন থেকে পূর্ব দিকে রিক্মাযোগে ভাওয়াল রাজবাড়ী(দ্বিতীয় তলা), গাজীপুর। বাস যোগে - শিবাবাড়ী/জয়দেবপুর বাস স্টেশন থেকে পূর্ব দিকে রিক্মাযোগে ভাওয়াল রাজবাড়ী(দ্বিতীয় তলা), গাজীপুর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস