উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, গাজীপুর সদর, গাজীপুর
পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক প্রদানকৃত সেবা সমূহ
(ক) পরিবার পরিকল্পনা সেবা-
* স্থায়ী পদ্ধতি-
Ø পুরুষ
Ø মহিলা
* দীর্ঘ মেয়াদী পদ্ধতি-
Ø আইইউডি
Ø ইমপ্লান্ট
* অস্থায়ী পদ্ধতি-
Ø ইনজেকশন
Ø খাবার বড়ি
Ø কনডম
* অন্যান্য সেবা-
Ø দেরিতে বিবাহের জন্য উদ্বুদ্ধ করা
Ø দেরিতে সন্তান নেয়ার জন্য উদ্বুদ্ধ করা
Ø দুই সন্তানের মধ্যবতী সময়ে বিরতির জন্য পরামর্শ প্রদান
Ø সর্বোচ্চ দুই সন্তানের পরিবার গঠনে উদ্বুদ্ধ করা।
(খ) মা ও শিশু স্বাস্থ্য সেবা সমূহঃ-
* গর্ভবর্তী মায়ের পরিচর্যা,
* নিরাপদ প্রসব সেবা,
* প্রসবোত্তর পরিচর্যা,
* শিশু পরিচর্যা,
* কিশোর-কিশোরীদের সেবা,
* সাধারণ রোগীর পরিচর্যা,
(পাতা-৩)
* জটিল রোগীদের অনুসরণ করা,
* জটিল রোগীদের উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা,
* ইপিআই কার্যক্রম,
* ডায়রিয়ার চিকিৎসা ও প্রতিরোধের পরামর্শ প্রদান,
* ব্যক্তিগত পরিষ্কার পরিছন্ন বিষয়ে পরামর্শ প্রদান,
* নিরাপদ পানি ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান,
* পুষ্টিকর খাবার গ্রহণে পরামর্শ প্রদান,
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, গাজীপুর সদর, গাজীপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস