ঢাকা শহরের নিকটবর্তী হওয়ায় এ জেলায় অধিক হারে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এ জেলাকে বর্তমানে পোশাক শিল্পের রাজধানী বলা হয়। গাজীপুর জেলায় রয়েছে দেশের একমাত্র ভাওয়াল জাতীয় উদ্যান।
ভাওয়াল জাতীয় উদ্যান
গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। দেশের অন্যতম বৃহৎ উদ্যান। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার পৃথিবীর অন্যান্য উন্নত দেশের আদলে অভয়ারণ্যের ছাঁচে, আরন্যিক পরিবেশ রক্ষণ এবং মানুষ ও পরিবেশের নিবিড় সম্পর্কের কথা বিবেচনা করেই ভাওয়াল শাল অরণ্যে এই উদ্যান গড়ে তোলে। এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে। এখানে ১৩টি কটেজ ও ৬টি রেষ্ট হাউজ রয়েছে। রাত্রিযাপনের জন্য অনুমতি প্রদান হয় না। জিরো পয়েন্ট হতে শ্রীপুরগামী বাসে যাতায়াত করা যায়।
এছাড়া রয়েছে অনেক পিকনিক স্পট।
পিকনিক স্পট |
|
১। ভাওয়াল জাতীয় উদ্যান |
গাজীপুর সদর |
২। নুহাস চলচ্চিত্র ও পর্যটন কেন্দ্র |
মির্জাপুর |
৩। হোতাপাড়া স্যুটিং স্পট |
গাজীপুর সদর |
৪। অনস্তধারা পর্যটন বিনোদন কেন্দ্র |
রাজেন্দ্রপুর, গাজীপুর সদর |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস